1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

‘আগামী বছর মূল্যস্ফীতি ৫ শতাংশে নামবে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী বছরের মে মাস নাগাদ দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশের মধ্যে নেমে আসার ব্যাপারে আশাবাদী তিনি।

বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, “আমার ধারণা, আগামী মাসেই মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ঘরে নেমে আসবে। আর আগামী বছর এই সময়ের মধ্যে তা ৫ শতাংশের নিচে চলে আসবে।”

তিনি আরও জানান, এই ধারা অব্যাহত থাকলে জাতীয় বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না।

আইএমএফের অর্থ ছাড় সংক্রান্ত বিষয়ে গভর্নর বলেন, “অনেকে বলছিলেন আইএমএফের টাকা ছাড়া চলবে না। কিন্তু বাস্তবতা হলো, আমরা সেই অর্থ ছাড়াও অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে নিতে সক্ষম। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান থাকবে। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।”

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT