এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অব ইউনিলিভার বাংলাদেশের দ্বিতীয় পুনর্মিলনী সম্প্রতি একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় সাড়ে চার শতাধিক সাবেক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
সাবেক কর্মকর্তা আরশাদ এম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ ইয়াহ্ ইয়া বাহার। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সানাউল্লাহ, মো. শহিদুল ইসলাম, মো. ফারুক, মো. ওয়াসি উদ্দিন ও এম ফরহাদ হোসেন।
বিবৃতি থেকে জানা যায়, অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের সাবেক কর্মকর্তাদের স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন কামরান বকর, মাহতাব উদ্দিন আহমেদ, মুসলিম উদ্দিন, শাহ্ মাসুদ ইমাম প্রমুখ।
বিটি/ আরকে