গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ও অন্যদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে তুরস্কে ফেরা কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী জানান, থুনবার্গকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয় এবং তার সাথে অপমানজনকভাবে ব্যবহার করা হয়।
মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, তুরস্কসহ বিভিন্ন দেশের ১৩৭ জন অধিকারকর্মীকে শনিবার ইস্তাম্বুলে ফিরিয়ে আনা হয়। মালয়েশিয়ার হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড বিবার অভিযোগ করেন, বন্দিদের খাবার, পানি ও চিকিৎসাসেবা দেওয়া হয়নি।
তুরস্কের সাংবাদিক এরসিন সেলিক বলেন, থুনবার্গকে একটি কক্ষে জোর করে ঠেলে ঢোকানো হয়, যেখানে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির উপস্থিত ছিলেন।
ইতালির সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো জানান, থুনবার্গকে ‘ট্রফির মতো’ দেখানো হয়েছে।
ইসরায়েলি অধিকার সংস্থা আদালাহ জানায়, বন্দিদের হাত বেঁধে দীর্ঘ সময় হাঁটু গেঁড়ে বসিয়ে রাখা হয় এবং আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা” বলে অস্বীকার করেছে।
বিটি/ আরকে
Tags: অধিকারকর্মী, ইসরায়েল, গ্রেটা