ইসরায়েলের ওপর ইরান শতাধিক ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এসব ড্রোন ভূপাতিত করতে কাজ করছে বলে জানান আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন।
ইরানে থেকে ১০০টির বেশি ড্রোন ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে আইডিএফ-এর মুখপাত্র এফি ডেফরিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
তিনি বলেননি এসব ড্রোন কখন ইসরায়েলে পৌঁছাবে, তবে গত এপ্রিলে এ ধরনের ড্রোন পৌঁছতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল।
এর আগে ইসরায়েল পাঁচ ধাপে ইরানের অন্তত আটটি স্থাপনায় বিমান হামলা চালায়। এতে আইআরজিসির প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে জানা গেছে।
হামলার পর তেহরানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েল তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।
ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা
ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
তিনি জানান, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পূর্বসতর্কতামূলক হামলার পর পাল্টা হামলার ঝুঁকি দেখা দিয়েছে। তাই জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে এবং নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
এর আগে ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে ইসরায়েল ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যার দাবি করে। ইরান এর পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয়।
বিটি/ আরকে