প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করা হয় এবং রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
শোকসভায় প্রধান উপদেষ্টা ও সৈয়দ মঞ্জুর এলাহীর ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘আমাদের ৬০ বছরের বন্ধুত্ব ছিল অত্যন্ত মূল্যবান। তিনি সততা ও নীতির সঙ্গে ব্যবসা পরিচালনা করেছেন এবং সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।” তিনি আরও বলেন, “সৈয়দ মঞ্জুর এলাহীর মতো গুণীজনকে স্বাধীনতা পদক দেওয়া উচিত।’
প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পুত্র সৈয়দ নাসিম মঞ্জুর স্মৃতিচারণ করে বলেন, ‘আমার পিতা সবসময় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নিম্নবিত্ত শিক্ষার্থীদের নিয়ে ভাবতেন এবং আমাদেরও তাদের প্রতি বিশেষ যত্নশীল হতে বলেছেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
শোকসভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৈয়দ মঞ্জুর এলাহী গত বুধবার ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বিটি/ আরকে