1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

ঈদের ডিজিটাল রূপান্তর: স্মৃতির মায়াজাল নাকি নতুন বাস্তবতা?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

ঈদ মানেই ছিল আনন্দ, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, এবং সবার সাথে উষ্ণ সম্পর্ক ভাগ করে নেওয়া। কিন্তু প্রযুক্তির বিকাশ এবং আধুনিক জীবনের ব্যস্ততা ধীরে ধীরে বদলে দিচ্ছে ঈদের ঐতিহ্যগুলোকে। একসময় ঈদের দিন ছিল অতিথিদের আগমন, হাসি-আনন্দ, আর ঘরভর্তি খুশির মুহূর্ত, অথচ এখন সেই উষ্ণতা যেন পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছাবার্তায় আর কপি-পেস্ট মেসেজে।

ঈদ কার্ড: সোশ্যাল মিডিয়ার আগের আসল রীতি
একসময় ঈদের শুভেচ্ছা মানেই ছিল রঙিন, ঝলমলে ঈদ কার্ড। এসব কার্ড শুধু একটি বার্তা ছিল না, বরং ছিল সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। কিশোর-কিশোরীরা হাতে লিখে মজার ছড়া, স্নেহ-ভালোবাসার বার্তা, আর ছোটখাট উপহার দিয়ে প্রিয়জনদের ঈদকে আরও আনন্দময় করত। অথচ আজ এই কার্ডগুলোর স্থান দখল করেছে ডিজিটাল পোস্ট এবং হোয়াটসআপ ফরোয়ার্ড।

ঈদের কেনাকাটা: উচ্ছ্বাস থেকে আর্থিক চাপে পরিণত
ঈদ শপিং একসময় ছিল পরিবারের এক বিশেষ রীতি। জমজমাট বাজার, রঙিন পোশাক, কাচের চুড়ির রিনিঝিনি শব্দ – এসব ছিল ঈদের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এখন সেই উন্মাদনা ম্লান হয়ে গেছে। মূল্যস্ফীতির কারণে অনেকের জন্য ঈদের কেনাকাটা হয়ে উঠছে আর্থিক চাপ, আর সোশ্যাল মিডিয়ার কারণে কেনাকাটার আগ্রহও কমছে।

চাঁদরাতের উন্মাদনা: মেহেদির ঘ্রাণ থেকে ইনস্টাগ্রাম ট্রেন্ড
চাঁদরাত মানেই ছিল মেহেদির রঙ আর চুড়ির শব্দে মুখরিত এক রাত। মেয়েরা একে অপরের হাতে মেহেদি লাগিয়ে গভীর রাত পর্যন্ত আনন্দ করত। কিন্তু আজ সেই রীতিগুলোও বদলে যাচ্ছে – কৃত্রিম মেহেদি স্টিকার ও মেহেদি আর্টিস্টদের মিনিমাল ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার প্রবণতা বেড়েছে।

ঈদ ও ইদি বা ঈদের সালামি: দরজায় দরজায় দৌড় থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য
একসময় বাচ্চারা দল বেঁধে আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়ে ইদি সংগ্রহ করত, যা ছিল ঈদের অন্যতম সেরা আনন্দ। কিন্তু আজ নিরাপত্তাজনিত কারণে সেই ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে। ইদির টাকাও এখন আগের মতো উচ্ছ্বাস এনে দেয় না, বরং ডিজিটাল ট্রান্সফার হয়ে উঠেছে নতুন মাধ্যম।

মিষ্টির বদলে কেক: ঐতিহ্যের ক্ষয় নাকি আধুনিকতা?
ঈদে একসময় ঘরে তৈরি সেমাই-শির খোরমা ছিল অতিথি আপ্যায়নের মূল অংশ। অথচ আজ এর জায়গা নিয়েছে বাহারি ডিজাইনের ঈদ স্পেশাল কেক। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু আধুনিকতার ছোঁয়া নয়, বরং আমাদের ঐতিহ্যের এক বড় ক্ষতি।

ঈদের সোশ্যাল মিডিয়াকরণ: সংযোগ না বিচ্ছিন্নতা?
ঈদের উষ্ণ শুভেচ্ছাবার্তা, হাসিখুশি আড্ডা, এবং পারিবারিক মিলনমেলা এখন পরিণত হয়েছে নিছক সোশ্যাল মিডিয়া পোস্টে। একসময় আত্মীয়-স্বজনদের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো ছিল আবশ্যক, কিন্তু এখন WhatsApp মেসেজ, ইনস্টাগ্রাম পোস্ট, আর ফেসবুক স্টোরিতেই সীমাবদ্ধ থাকছে ঈদের আনন্দ।

ঈদ বদলায়নি, বদলে গেছি আমরা
ঈদ হারিয়ে যাচ্ছে না, বরং আমাদের জীবনযাত্রার পরিবর্তনের কারণে এর রূপান্তর ঘটছে। আমরা যদি চাই, তাহলে ঈদের প্রকৃত উষ্ণতা ফিরিয়ে আনতে পারি – সোশ্যাল মিডিয়ার বদলে পরিবারের সাথে সময় কাটিয়ে, পুরনো রীতিগুলো পুনরুজ্জীবিত করে। ঈদ শুধু পোশাক বা সালামি নয়, বরং ভালোবাসা ও একতার প্রতীক। প্রযুক্তির যুগেও আমরা যদি হৃদয়ের সংযোগ অটুট রাখি, তাহলে ঈদের প্রকৃত আনন্দ হারাবে না।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT