রাজধানীতে ফিরতে শুরু করেছেন প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে গ্রামে যাওয়া মানুষ। বুধবার (২ এপ্রিল) সকাল থেকে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় ফিরে আসা মানুষের সংখ্যা বেড়েছে।
অন্যদিকে, আজও ঢাকা ছেড়েছেন অনেকে। যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় ঢাকা ছাড়ার জন্য যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই ঈদ করে গ্রামে গিয়েছিলেন এমন নগরবাসী রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, যাত্রী ফিরতে শুরু করায় কিছু রুটের বাস ঢাকা ছাড়ছে খালি অবস্থায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রী নামাচ্ছে। এসব গাড়িতে আসা যাত্রীরা বিভিন্ন স্টপেজে নেমে যাচ্ছেন, যেমন সাইনবোর্ড, মেডিকেল, রায়রবাগ, শনির আখড়া, কাজলা, ডেমরা, কোনাপাড়া, জুরাইন, দোলাইপাড়া ইত্যাদি।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ কয়েকটি শ্রেণি-পেশার মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন। বাড়তি ভাড়া ছাড়া তাদের তেমন কোনো অসুবিধা হয়নি।
বিটি/ আরকে