1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

এশিয়ার মার্কেটে কমেছে জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার দেখা হয়েছে

এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা কমেছে। খাতসংশ্লিষ্টরা জানান, নিম্নমুখী চাহিদা ও বাড়তি সরবরাহ পণ্যটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে।

শিল্পসংশ্লিষ্ট সূত্র বিজনেস রেকর্ডার জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৪ ডলার ৫০ সেন্ট। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৫ ডলারে বেচাকেনা হয়েছে।

এদিকে চলতি সপ্তাহে ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতেও জ্বালানি পণ্যটির দাম ছিল নিম্নমুখী। এ সময় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১৩ ডলার ৫০ সেন্ট।

এলএনজি বিশেষজ্ঞ টবি কপসন বলেন, ‘নিম্নমুখী চাহিদা ও পর্যাপ্ত মজুদ থাকার কারণে এশিয়ার বাজারে এলএনজির দাম কমছে। বড় কোম্পানিগুলো আগামী বছরের প্রথম প্রান্তিকে দ্রুত শিপমেন্টের জন্য এলএনজি অফার করছে। এছাড়া শীতকাল তুলনামূলকভাবে মৃদু হওয়ায় জ্বালানি পণ্যটির দাম সামনের দিনগুলোয় আরো কমতে পারে।’

বৈশ্বিক পণ্যমূল্য নির্ধারণকারী, খবর ও বাজার বিশ্লেষণ প্রদানকারী সংস্থা আরগাস। সংস্থাটির প্রাইসিং বিভাগের প্রধান স্যামুয়েল গুড বলেন, ‘কিছুদিন আগে এলএনজির দাম বেড়েছিল। এ প্রেক্ষাপটে এশিয়ার বাজারে কমেছে পণ্যটির চাহিদা। এছাড়া স্পট মার্কেটে এশিয়া-প্যাসিফিক ও আটলান্টিক উভয় অঞ্চল থেকেই সরবরাহ আসছে। ইউরোপে চাহিদা নিম্নমুখী হওয়ায় এশিয়ার দেশগুলোয় বিক্রি বাড়ানোর চেষ্টা করছেন রফতানিকারকরা।’

এদিকে ইউরোপের দেশগুলোয় গত সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৯ শতাংশ কমে গেছে। এ অঞ্চলের ব্যবসায়ীরা আগের কেনা এলএনজি বিক্রির চেষ্টা করছেন। এছাড়া মৃদু আবহাওয়া পূর্বাভাসের কারণে চাহিদা কমেছে, যা বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় বর্তমানে প্রাকৃতিক গ্যাসের মজুদাগার ৮০ দশমিক ১৬ শতাংশ পূর্ণ। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ এ তথ্য জানায়। গত বছরের একই সময় এ মজুদের পরিমাণ ছিল ৯১ শতাংশ।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার জানুয়ারির সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১২ ডলার ৯৬ সেন্টে। এছাড়া নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ভার্চুয়াল ট্রেডিং পয়েন্ট টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ১৪ সেন্ট ছাড় দেয়া হয়েছে।

আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১২ ডলার ৯০ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১২ ডলার ৯১৪ সেন্ট।

এলএনজি পরিবহন খাতে আটলান্টিক মহাসাগরীয় পথে এর দাম তিন সপ্তাহ ধরে বাড়ছে। স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম জানিয়েছেন, এ পথে গত শুক্রবার ব্যয় বেড়ে দৈনিক ২২ হাজার ৭৫০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় কমে ২১ হাজার ২৫০ ডলারে নেমেছে।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT