back to top
26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি 18, 2025

এসএমএসের মাধ্যমে ই-পাসপোর্ট প্রস্তুতের খবর পাবেন প্রবাসীরাও

Must read

ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ই-পাসপোর্ট প্রস্তুত হওয়ার খবর আমরা এসমএস-এর মাধ্যমে যেভাবে পেয়ে থাকি আগামীকাল থেকে প্রবাসীরাও পাসপোর্ট প্রস্তুত হওয়ার বিষয়টি তাদের মোবাইলে একটি এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন। ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের হয়রানি কমাতে শুরু থেকে নানা উদ্যোগ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় আজ প্রবাসীদের পাসপোর্ট পেতে ভোগান্তি নিরসনের এ সুখবর দেয়া হলো।

আজাদ মজুমদার জানান, দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার মেশিন রেডিবল পাসপোর্ট প্রিন্ট করা যাচ্ছিল না। সেই জটিলতার অবসান হয়েছে। এরই মধ্যে গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রস্তুত করে বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে।

তিনি বলেন, ই-পাসপোর্ট প্রস্তত হওয়ার এসএমএস পৌঁছে দেয়ার কার্যক্রম চালু এবং দাপ্তরিক জটিলতায় আটকে থাকা পাসপোর্ট প্রস্তুত হওয়ায় ১ কোটি ২০ লাখ প্রবাসী বাংলাদেশির ভোগান্তির অবসান হবে বলে আশা করছে সরকার।

পাসপোর্ট সেবা সহজ করতে সরকার আরও কিছু উদ্যোগ নিয়েছে উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, ‘পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাসপোর্ট অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে। যাতে দালালচক্রের দৌরাত্ম্য আর না থাকে।’

বিটি/ আরকে

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article