মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগের ৩০ শতাংশের সঙ্গে যোগ হয়ে মোট ১৩০ শতাংশে দাঁড়াবে। সিদ্ধান্তটি ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
শুক্রবার ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, চীনের ওপর নতুন শুল্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রপ্তানিতেও নিয়ন্ত্রণ আসছে। বেইজিং সম্প্রতি দুর্লভ খনিজ পদার্থের রপ্তানি সীমিত করায় এর জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘোষণার পর ওয়াল স্ট্রিটে বড় ধস নামে—ডাউ জোন্স পড়ে ৮৭৮ পয়েন্ট, এসঅ্যান্ডপি ৫০০ কমে ২.৭%, আর নাসডাক ৩.৫%। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়াতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের নতুন অধ্যায় শুরু করবে।।
বিটি/ আরকে
Tags: চীনের পণ্য, ট্রাম্প, শুল্ক