1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

জুনের শুরুতেই আসছে নতুন নকশার তিন নোট

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংক (বিবি) জানিয়েছে, নতুন নকশার ১০০০, ৫০ এবং ২০ টাকার নোট আগামী জুনের প্রথম সপ্তাহ থেকেই বাজারে ছাড়া হবে — সম্ভবত রোববার বা সোমবার থেকে।

রোববার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ব্যাংকগুলো আগামী ১ বা ২ জুন থেকে এসব নতুন নোট বিতরণ করবে।

নতুন নকশার এসব নোটে মসজিদ, মন্দির, ঐতিহাসিক স্থাপনা এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি থাকবে বলে শনিবার জানিয়েছেন গভর্নর আহসান এইচ মঞ্জুর।

তিনি বলেন, “খুব শিগগিরই তিন ধরনের নতুন নোট বাজারে আসবে। ঈদের আগেই এগুলো দেখা যাবে। এতে কোনো ব্যক্তির ছবি থাকবে না। বরং এতে থাকবে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী স্থাপনার ছবি।”

রমজান মাসের শুরুতে গভর্নর মঞ্জুর জানিয়েছিলেন, এবারের ঈদুল ফিতরের জন্য ১৯ মার্চ পুরোনো নকশার নতুন ছাপা নোট বাজারে ছাড়া হবে, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারের স্বাক্ষর থাকবে।

তখন তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নকশার নোট এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে নির্ধারিত তারিখের কয়েকদিন আগে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দেয়, এবারের ঈদুল ফিতরে নতুন নোট ছাড়া হবে না — যা ছিল দীর্ঘদিনের এক ঐতিহ্যবাহী রেওয়াজ ভাঙা সিদ্ধান্ত।

বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি, যদিও গুঞ্জন রয়েছে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে আপত্তির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT