জুলাই সনদ স্বাক্ষরের মাত্র দুই দিন আগে সন্ধ্যায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন। কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে একটি “অত্যন্ত জরুরি” বৈঠক আহ্বান করা হয়েছে।
প্রতিটি দল ও জোটকে বৈঠকে অংশগ্রহণের জন্য একজন করে প্রতিনিধির নাম পাঠাতে বলা হলেও, বৈঠকে আলোচ্য বিষয়ের বিস্তারিত চিঠিতে উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা কমিশনের জরুরি বৈঠকের আমন্ত্রণ পেয়েছি।”
এই বৈঠকের আগে মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে ৩২টি রাজনৈতিক দল ও একটি জোটকে চূড়ান্ত “জুলাই জাতীয় সনদ” পাঠানো হয়।
কমিশন জানায়, রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত ১৭টি মূল বিষয়ের ওপর ভিত্তি করে মোট ৮৪ দফার সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, যেগুলোর ওপর অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বসম্মত ঐকমত্য হয়েছে। তবে বাকি ৬৭টি বিষয়ের ক্ষেত্রে কিছু দল মতপার্থক্য জানিয়েছে এবং ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছে।
এই ৮৪ দফার মধ্যে ৪৭টি বিষয়কে সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বাকি ৩৭টি বিষয়ে আইন, বিধি বা নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের কথা বলা হয়েছে।
৪০ পৃষ্ঠার এই সনদে কমিশনের কার্যক্রমের পটভূমি, সংস্কারের প্রস্তাব, দলগুলোর অঙ্গীকার ও স্বাক্ষরের স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
বিটি/ আরকে
Tags: ঐকমত্য কমিশন, জুলাই সনদ