1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
শিরোনামঃ

দেশের সার্বিক উন্নয়নে কর-ভ্যাট দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার দেখা হয়েছে
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

দেশের সার্বিক উন্নয়নে কর ও ভ্যাট দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এবারের ভ্যাট দিবসের স্লোগান ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’।

সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, ১৯৯১ সালে দেশে ভ্যাট চালু হয় এবং এটি সারা বিশ্বে চালু রয়েছে। আমি মনে করি, প্রতিটি নাগরিকের সঠিকভাবে কর দেওয়া উচিত।

ড. সালেহউদ্দিন বলেন, কর ও ভ্যাট প্রদানের মাধ্যমে করদাতারা সরকারের কাছ থেকে বিভিন্ন সামাজিক সেবা এবং সামাজিক সুবিধার মতো অন্যান্য পরোক্ষ সুবিধা পাবেন, যদিও কিছু ক্ষেত্রে তা তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না।

উত্তর ইউরোপীয় এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো নাগরিকদের বিভিন্ন উন্নত পরিষেবা পেতে তুলনামূলকভাবে উচ্চ কর প্রদানের কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন হতে হবে এবং পরিষেবাগুলো আরও উন্নত করতে হবে।

তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হলো কমপ্লায়েন্স নিশ্চিত করা। কেউ কেউ স্বল্পমেয়াদে কর ও ভ্যাট ফাঁকি দিতে পারে, কিন্তু তাতে শেষ পর্যন্ত পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। দেশের উন্নয়ন নিশ্চিত করতে আমাদের কর দিতে হবে। সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান প্রয়োগে এনবিআর কর্মকর্তাদের আরও সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি।

রাজস্ব বোর্ড রাজস্ব সংগ্রহ বাড়ানোর একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আইন ও বিধি-বিধান কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে ভ্যাট সংগ্রহ বাড়ানোর আরও অনেক সুযোগ রয়েছে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের ওপর করের বোঝা কমাতে ও পরবর্তী প্রজন্মকে একটি শালীন জীবন দিতে এবং এভাবে দেশের উন্নয়নের জন্য কর আদায় আরও বাড়াতে হবে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনবিআর সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ড. মো. আব্দুর রউফ এবং ভ্যাটের বিভিন্ন দিক নিয়ে পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন করেন এনবিআর সদস্য (ভ্যাট নীতি) মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী।

বিটি/আলী

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT