খেলাধুলা ও দাতব্য কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নাইটহুড’ উপাধি পেয়েছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। এই বিশেষ সম্মান অর্জন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ বছর বয়সী বেকহ্যামের হাতে এই মর্যাদাপূর্ণ উপাধি তুলে দেওয়া হয়। এখন থেকে তার নামের আগে যুক্ত হবে ‘স্যার’ উপাধি।
বর্ণাঢ্য ফুটবল জীবনে বেকহ্যাম খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদসহ বিশ্ববিখ্যাত কয়েকটি ক্লাবে। পরে তিনি এলএ গ্যালাক্সি, পিএসজি এবং এসি মিলান দলে খেলেছেন। ইংল্যান্ডের হয়ে তিনি ১১৫টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এবং এর মধ্যে ৫৯টি ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন।
জাতীয় দলের হয়ে বেকহ্যামের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র দু’জন ফুটবলার। তিনি ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নেন।
ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি থেকে উঠে এসে মূল দলে জায়গা করে নেওয়া বেকহ্যাম ছয়বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন। ২০১৩ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর বর্তমানে তিনি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সভাপতি ও সহ-মালিকদের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিটি/ আরকে