২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ডিপোজিট বিজনেসে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ নারী সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর ফারজানা আহমেদ, আনিতা গাজী রহমান, লীলা রশিদ, সালেক আহমেদ আবুল মাসরুর ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন নারী সহকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ডিএমডি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং সিনিয়র ম্যানেজমেন্টের অন্য সদস্যরা।
বিটি/ আরকে