1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

পোশাক ও বস্ত্র খাতে সহযোগিতার তালাশে বাংলাদেশ-চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার দেখা হয়েছে

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে পোশাক ও বস্ত্র খাতে আরো সহযোগিতার সুযোগ অন্বেষণের দিকে মনোনিবেশ করেন। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন আলোচনার শুরুতেই বাংলাদেশের সমৃদ্ধিশীল পোশাক শিল্পের ওপর সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন। তিনি পোশাক শিল্পের বর্তমান অগ্রাধিকারগুলো বিশেষ করে, উচ্চ মূল্যের নন-কটন পোশাকে যাওয়ার মাধ্যমে রপ্তানিতে বৈচিত্র আনয়ন, পরিবেশগত সাসটেইনেবিলিটির প্রসার এবং প্রযুক্তির মানোন্নয়নের মতো প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। বাংলাদেশী এবং চীনা টেক্সটাইল এবং ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়ের উপরও জোর দেন তিনি।

আনোয়ার হোসেন বাংলাদেশ থেকে চীনের বাজারে পণ্য রপ্তানিতে বৈচিত্র আনয়নের উপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ও চীন উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের মধ্যে সফর বিনিময় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণে বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিজিএমইএ প্রশাসক বাণিজ্য ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা করার পাশাপাশি চীনের সাথে সাবলীল ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং বাণিজ্য সম্প্রসারণের সুবিধার্থে বাজার সম্পর্কিত তথ্যাদি শেয়ার করে বাংলাদেশী ব্যবসায়ীদের আরো সহযোগিতা প্রদান করার জন্য চীনা রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

বিশ্ব বাজারে ম্যান-মেইড ফাইবারভিত্তিক ফেব্রিক্স, কেমিক্যালস এবং অন্যান্য কাঁচামালগুলোর অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে চীনের অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারে।

এসময় বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য মিরান আলী ও শিহাবুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT