1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
নতুন সংবাদ
আলোচনা চলমান থাকলেও আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য জরুরি নয়: গভর্নর মনসুর টিসিবি’র সম্মাননা স্মারক পেল রূপালী ব্যাংক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ অর্থনীতি গবেষণা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত শুল্কনীতিতে ট্রাম্পের মনোভাব পরিবর্তনে আবারো চাঙ্গা মার্কিন শেয়ারবাজার আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ পুঁজিবাজারের সাপ্তাহিক হালচাল প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট শনিবার বন্ধ মার্কিন পণ্যে চীনের শুল্কছাড়ের খবরে কমলো সোনার দাম এখন বিদেশে গিয়ে বাংলাদেশি সিম ব্যবহারের রোমিং চার্জ করা যাবে টাকায়

প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম পুনর্নির্ধাণ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

সরকার বোতলজাত ও খোলা উভয় প্রকার সয়াবিন তেলের খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে। খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন এবং পাম তেলের নতুন দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এটা করা হয়েছে আন্তর্জাতিক বাজার দর ও ট্যারিফ কমিশনের নির্ধারিত প্রক্রিয়া মেনে।

তেলের দাম বৃদ্ধির ফলে ভোক্তাদের কিছুটা কষ্ট হবে। এটা সাময়িক উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে আরো বেশি সংখ্যক ব্যবসায়ীদের যুক্ত করা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে দাম কমেও যেতে পারে।

তিনি বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরই মধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে খুব তাড়াতাড়ি।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

ভোজ্যতেলের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার ইতোপূর্বে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম অয়েলের আমদানির উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করে। পাশাপাশি, স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়েও ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়। যার মেয়াদ শেষ গত ৩১ মার্চ শেষ হয়েছে।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT