প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি স্পেসজিরো লিমিটেডের ব্র্যান্ড সিম্পলট্রি। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জিয়াউর রহমান এবং স্পেসজিরোর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট গাজী জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস এবং স্পেসজিরোর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মেসবাহ উদ্দিন আহমেদ।
বিটি/ আরবে