ভুটানের উইমেনস লিগে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে স্যামতসের বিপক্ষে ২৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে পারো এফসি। বাংলাদেশের চার তারকা সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া মিলে করলেন ২৫ গোল। সাবিনা ৯টি, মনিকা ৭টি, সুমাইয়া ৫টি ও ঋতুপর্ণা ৪টি গোল করেছেন।
অষ্টম মিনিটে সতীর্থের ছোট থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন সাবিনা খাতুন। ২৬তম মিনিটে দ্বিতীয় গোলের পর ৩১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে দুই গোল করার পর ৬৩তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করে ‘ডাবল হ্যাটট্রিক’ পূরণ করেন সাবিনা। এরপর আরো তিনবার জালের দেখা পান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার।
মনিকা চাকমা প্রথমার্ধে হ্যাটট্রিক করার পর ৭৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন। পরে জালের দেখা পান আরো একবার।
৩৬তম মিনিটে মাতসুশিমা সুমাইয়া স্পট কিক থেকে গোলের খাতা খোলেন। ৩৮ ও ৫২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পরে করেন আরো দুই গোল।
৫৩তম মিনিটে গোলের খাতা খোলেন ঋতুপর্ণা চাকমা। ৬৪তম মিনিটে ফের জালের দেখা পান সাফের সেরা খেলোয়াড়। ভুটানের লিগে আরটিসির ১৬-০ গোলের রেকর্ড ভেঙে দেয় পারো এফসি। এরপর ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৮১তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন ঋতুপর্ণা।
বিটি/ আরকে