1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
নতুন সংবাদ
আলোচনা চলমান থাকলেও আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য জরুরি নয়: গভর্নর মনসুর টিসিবি’র সম্মাননা স্মারক পেল রূপালী ব্যাংক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ অর্থনীতি গবেষণা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত শুল্কনীতিতে ট্রাম্পের মনোভাব পরিবর্তনে আবারো চাঙ্গা মার্কিন শেয়ারবাজার আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ পুঁজিবাজারের সাপ্তাহিক হালচাল প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট শনিবার বন্ধ মার্কিন পণ্যে চীনের শুল্কছাড়ের খবরে কমলো সোনার দাম এখন বিদেশে গিয়ে বাংলাদেশি সিম ব্যবহারের রোমিং চার্জ করা যাবে টাকায়

বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধের দাবি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ইসলামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। আজ (১১ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আয়োজিত একাধিক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। তারা বলেন, ইসরায়েলের পণ্য বিক্রি হয়—এমন দোকান বা মার্কেটকে সম্মিলিতভাবে বয়কট করতে হবে। সেই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রনীতিতে শক্ত বার্তা দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বক্তারা।

জুমার নামাজ শেষে সরেজমিনে দেখা গেছে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আল কুদস কমিটিসহ একাধিক ইসলামী সংগঠন ইসরায়েলবিরোধী বিভিন্ন ব্যানারে কর্মসূচি শুরু করে। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে তারা মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম বলেন, ইসরায়েল আজ যা করছে, তা শুধু ফিলিস্তিন নয়—পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। গণহত্যাকারীদের সঙ্গে বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক রাখা মানবতা বিরোধী কাজ। সরকারকে অনতিবিলম্বে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে সংগঠনের সহ-সভাপতি মুফতি শওকত ওসমান বলেন, প্রতিদিন ফিলিস্তিনে শিশুদের মরদেহ মায়ের কাঁধে—এই নির্মম দৃশ্য আর কতদিন আমরা চুপচাপ দেখবো? মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও এখনই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। দেশের জনগণ জেগে উঠেছে, এবার রাষ্ট্রকেও জাগতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিদের হাতে ফিলিস্তিনের পতাকা, ব্যানার এবং প্ল্যাকার্ড দেখা যায়। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন কর’, ‘তুমি কে আমি কে—ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন স্বাধীন কর’, ‘জাতিসংঘ জবাব দাও’— এমন অসংখ্য প্রতিবাদী স্লোগানে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা মুহূর্মুহূ উত্তাল হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT