ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ নিয়মিত বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানটি বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দুই ম্যাচের এ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর বাংলাদেশ ক্রিকেট দলের এটাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছিল বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেরও অন্যতম পৃষ্ঠপোষক ওয়ালটন। এর মধ্যে অন্যতম ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিএল) এবং বাংলাদেশ ক্রিকেট লিগসহ (বিসিএল) সব ধরনের ঘরোয়া টুর্নামেন্ট।
বিটি/ আরকে