বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দলের মধ্যকার কুড়ি ওভারের সিরিজ শুরু হবে আগামী ২৮ মে।
৩০ মে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচ হবে ১ জুন। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। আগামী ২৫ মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। ২৬ এবং ২৭ মে অনুশীলন করব লিটন দাসের দল।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে গিয়ে দুটি ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ সংখ্যা কমিয়ে আনার জন্য পিসিবিকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে প্রস্তাবে রাজি হয় পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই পাঁচ ম্যাচের পরিবর্তে এখন তিনটি কুড়ি ওভারের ম্যাচ খেলবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে পিসিবির নির্বাচক প্যানেল। যে দলে রাখা হয়নি বাবার আজম , মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তিন তারকা ক্রিকেটারকে। দলের নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। ডেপুটির দায়িত্ব পড়েছে সাদাব খানের কাঁধে।
বিটি/ আরকে
Tags: বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ