1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

বিক্রি হচ্ছে বিশ্বের প্রাচীনতম সানডে পত্রিকা দ্য অবজারভার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার দেখা হয়েছে

মালিকানা স্থানান্তরের অনুমতি পেয়েছে বিশ্বের প্রাচীনতম সানডে পত্রিকা দ্য অবজারভারের । এর আগে বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে দুইদিন ধর্মঘট পালন করেন পত্রিকাটির সাংবাদিকরা। কিন্তু তাতেও বিক্রি পরিকল্পনায় হেরফের ঘটেনি।

বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এপি জানায়, অবজারভার প্রকাশিত হয় গার্ডিয়ান মিডিয়া গ্রুপের মালিকানায়। পত্রিকাটির সিস্টার কনসার্ন হলো আরেক বিখ্যাত সংবাদপত্র দ্য গার্ডিয়ান। গ্রুপটির মালিকানা সংস্থা স্কট ট্রাস্ট জানিয়েছেন, টরটয়জ মিডিয়ার কাছে শিগগিরই এ বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হবে।

স্কট ট্রাস্ট বলছে, তারা টরটয়জ মিডিয়ায় বিনিয়োগ করবে ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত থাকবে। সম্পাদনা ও বাণিজ্যিক পর্ষদে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের একটি পদ থাকবে।

চুক্তির শর্ত অনুযায়ী, টরটয়জ মিডিয়া অবজারভারে আড়াই কোটি পাউন্ড বা ৩ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে এবং সানডে প্রিন্ট সংস্করণ চালিয়ে যাবে। একই সঙ্গে তারা ডিজিটাল ব্র্যান্ড আকারে পত্রিকা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া সাংবাদিকতার স্বাধীনতা ও অবজারভারের সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। টরটয়জ মিডিয়া বলছে, স্কট ট্রাস্টের উদার মূল্যবোধ এবং সাংবাদিকতার মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

অবজারভার ১৭৯১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৩ সালে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের অংশ হয়।

বিটি/আলী

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT