1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

বিসিএস ভাইভা তিন ধাপে নেওয়ার পরিকল্পনা পিএসসির

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার দেখা হয়েছে

এবার বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) তিন ধাপে নেওয়ার পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের আগে জ্ঞান, দক্ষতা ও মানসিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, চাকরিপ্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষা আরও বেশি গ্রহণযোগ্য করতে আমরা বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তিন ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টিও এ পরিকল্পনার অংশ। প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি। এটা বাস্তবায়ন হলে তা সবাইকে জানানো হবে।

তিন ধাপে ভাইভা হলে, কোন ধাপের পরীক্ষায় কী যাচাই করা হবে—এমন প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, প্রথম ধাপে পরীক্ষক প্রার্থীর জ্ঞানের পরিধি কতটুকু সেটি যাচাই করবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীর সাধারণ জ্ঞান দক্ষতা যাচাই করা হবে। আর তৃতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। এগুলো প্রাথমিক আলোচনা। এতে পরিবর্তনও আসতে পারে।

এর আগে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ১০০ করা হয়েছে। তাছাড়া আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করেছে সরকার।

পিএসসির আরও পরিকল্পনা রয়েছে- একবার লিখিত পাস করলে তিনবার মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া, বিসিএসের সব পর্যায়ের উত্তরপত্র (খাতা) চ্যালেঞ্জের সুযোগ এবং জট কাটিয়ে দ্রুত বিসিএস শেষ করতে লিখিত পরীক্ষার খাতা দুই পরীক্ষকের বদলে এক পরীক্ষককে দিয়ে মূল্যায়ন ইত্যাদি।

বিটি/আলী

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

বাজেটের সবখবর

কারেন্সি কনভার্টার

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT