1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০ জেলায় গাছ থেকে পেরেক তোলা সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

দেশের ১০টি জেলায় গাছ থেকে পেরেক তোলা কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক ও বন বিভাগ। এ দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেওয়া এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গাছ রক্ষায় বন বিভাগের এই ব্যতিক্রমী উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞাপন ও অন্যান্য উদ্দেশ্যে গাছের গায়ে নির্বিচারে পেরেক ঠোকানোর ফলে যে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, তা প্রতিরোধ এবং গাছের সুরক্ষায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসে বন বিভাগ ও ব্র্যাক ব্যাংক।

প্রাথমিকভাবে ঢাকা জেলার ধানমন্ডি এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচি ইতিমধ্যে ১০টি জেলায় সম্পন্ন হয়েছে। এই জেলাগুলো হলো সিলেট, ফেনী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, বগুড়া, রাজশাহী ও রংপুর।

২৬ ফেব্রুয়ারি ২০২৫ একযোগে দেশের ১০টি জেলায় পরিচালিত এই কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাশক, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরিবেশ রক্ষায় বন বিভাগ ও ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের বেশ প্রশংসা করেন সবাই। এর আগে ৩১ ডিসেম্বর ২০২৪ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকার ধানমন্ডি এলাকায় এই পেরেক তোলা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের মোট আয়তনের তুলনায় বাংলাদেশে বনভূমির পরিমাণ খুবই কম। এরকম নাজুক পরিস্থিতিতে গাছ রক্ষায় এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগের আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্যাংকটির সিএসআর উদ্যোগ এমনভাবে ডিজাইন করা হয়, যাতে তা মানুষকে উপকৃত করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিটি/আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT