1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বাণিজ্যিক নিষেধাজ্ঞা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ মে) পাকিস্তান ঘোষণা দিয়েছে, তারা নিজেদের সব বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে ভারতও একই ধরনের সিদ্ধান্ত নেয়।

ভারতের জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থার মহাপরিচালক শনিবার (১ মে) এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ ভারতের কোনো বন্দরে ভিড়তে পারবে না এবং ভারতের পতাকাবাহী কোনো জাহাজও পাকিস্তানের বন্দরে যাবে না। এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং নৌযান চলাচল নিরাপদ রাখতে নেওয়া হয়েছে।

পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারতের পতাকাবাহী জাহাজের পাকিস্তানি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না। তবে বিশেষ কোনো পরিস্থিতিতে ‘কেস-টু-কেস’ ভিত্তিতে ছাড়ের বিষয়টি বিবেচনা করা হবে।

এছাড়া, দ্য হিন্দু জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে ভারত পাকিস্তান থেকে সরাসরি ও পরোক্ষভাবে আসা সব পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার (২ মে) এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা জারি করে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এ ছাড়া ভারতীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ও জানায়, পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে কোনো ধরনের ডাক বা পার্সেল গ্রাহকদের কাছে পাঠানো যাবে না।

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এ বছরও সেখানে গরুর হাট বসানো যাবে না বলে জানানো হয়েছে।

আজ রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।

এর আগে, ২৫ এপ্রিল আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT