1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার দেখা হয়েছে

চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে বলে দাবি তাদের। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরিও করেছে বলে অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনা প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কী কী নথি চুরি করেছে, ক’টি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক জড়িত কি না, তা-ও স্পষ্ট করে বলা হয়নি।

মার্কিন গোয়েন্দারা জানান, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে, তা চীনের সরকারের তৈরি। হ্যাকাররা এখনও কম্পিউটারগুলো হ্যাক করে রেখেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এ নিয়ে এফবিআই তদন্ত করছে বলে জানানো হয়েছে।

গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাকারদের নিয়োগ করে চীন। এমন ঘটনা বারবার ঘটানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

যদিও যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বেজিং। চীন জানিয়েছে, সাইবার হানা বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের দূরতম সংযোগও নেই বলে জানিয়েছে তারা।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT