1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
শিরোনামঃ
মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির ১৩২তম সভা অনুষ্ঠিত স্তন্যপায়ী প্রাণীতে ছড়াচ্ছে বার্ড ফ্লু, বাড়ছে মানব সংক্রমণের আশঙ্কা ইস্টার্ণ ব্যাংকের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা সোশ্যাল ইসলামী ব্যাংকের মীরসরাই ও দাগনভূঁঞা উপশাখার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ সুদমুক্ত ঋণ পাচ্ছেন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা এশিয়া-মধ্যপ্রাচ্যে ঘরে থাকা স্বর্ণ বিক্রি করছেন বহু মানুষ ফাঁস হওয়া তথ্যে অ্যাপলের নতুন স্মার্টওয়াচে দারুণ যেসব ফিচার কখন কোন চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ? ঈদ উপলক্ষে ৩ এপ্রিল দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

‘মোটরসাইকেল ফ্যামিলি রাইড’ বন্ধ হচ্ছে: ডিএমপি কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার দেখা হয়েছে

মোটরসাইকেলে স্ত্রীসহ তিন-চারটি বাচ্চা নিয়ে ফ্যামিলি রাইড বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, মোটরসাইকেলে ফ্যামিলি রাইড নয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাহন।

এছাড়া রাজধানী ঢাকায় গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতেই থাকেন উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, অনবরত হর্ন বাজানো চালকদের বিরুদ্ধে স্পটেই ট্রাফিক সার্জেন্টরা মামলা করতে পারবেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মোটরসাইকেলের সামনে তিন বছরের বাচ্চা, সঙ্গে আরও দুই বাচ্চা, পেছনে চালকের স্ত্রী এবং তার কোলেও বাচ্চা। মোটরসাইকেল ফ্যামিলি রাইডের জন্য নয়। আপনারা স্ত্রী-সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলে এভাবে মোটরসাইকেল রাইড করেন, যা খুবই দুঃখজনক। ট্রাফিক (পুলিশ) দিয়ে এ ব্যাপারে খুব কড়াকড়ি করা হচ্ছে। ফ্যামিলি রাইড হিসেবে মোটরসাইকেল ব্যবহার করা যাবে না।

অনবরত হর্ন বাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের গাড়িচালকরা সমানে হর্ন বাজাতে থাকেন। হর্ন দিয়ে কান ফাটিয়ে ফেলেন। স্কুল-কলেজ এমনকি হাসপাতালের সামনে সমানে হর্ন দেওয়া হয়। এই হর্ন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তবে ব্যবস্থা আমি নেবো। এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করেছি ও চিঠি দিয়েছি। পরিবেশ ও সড়ক আইনে পরিবর্তন এনে হর্ন বাজানো চালকদের বিরুদ্ধে স্পটেই ট্রাফিক সার্জেন্টরা মামলা দেবেন।

যানজট এড়াতে যাদের বাসা থেকে অফিসের দূরত্ব অনেক বেশি তাদেরকে অফিসের কাছাকাছি বাসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, অফিসের কাছে বাসা হলে গাড়ি ব্যবহার করা লাগবে না, যানজটেও পড়তে হবে না। পায়ে হেঁটে বাসা থেকে অফিসে যেতে পারবেন। এর ফলে গাড়ি ও অটোরিকশা কমে আসবে এবং যানজট কমে আসবে।

তিনি আরও জানান, একটি শহরের রাস্তা যেখানে ২৫ শতাংশ থাকার কথা কিন্তু ঢাকা শহরে রাস্তা আছে মাত্র ৭ শতাংশ। তাই নানান সমস্যা এই শহরে সৃষ্টি হচ্ছে।

বিটি/আলী

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT