1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
শিরোনামঃ

রিয়াদের বিদায়ে সাদা বলে শেষ ‘পঞ্চপাণ্ডব অধ্যায়’, সাকিব-মাশরাফীদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

দীর্ঘ আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার যাত্রার অবসান হলো মাহমুদউল্লাহ রিয়াদের। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি। বাকি ছিল ওয়ানডে। তার বিদায়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব অধ্যায়’ কার্যত শেষ হয়ে গেলো।

বুধবার (১২ মার্চ) সেই ফরম্যাটসহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত রিয়াদ।

সাকিব আল হাসান এখনও ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে না নিলেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কার মেঘ।

মাহমুদউল্লাহকে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। রাতে তাতে যোগ দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান।

নিজের সামাজিকমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে রিয়াদকে শুভকামনা জানিয়েছেন সাকিব।

স্ট্যাটাসে সাবেক অধিনায়ক সাকিব লেখেন:

“রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা ও ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।”

অন্যদিকে, আরেক সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে লেখেন:”দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেগুলোর সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।”

রিয়াদ প্রসঙ্গে মাশরাফী লেখেন:

“মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।”

মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণার পর তাঁর সহকর্মীরা তাকে যেভাবে সম্মান জানিয়েছেন, তা ক্রিকেট বিশ্বে তার মহান অবদানের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার নিদর্শন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT