1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

সবধরনের সূচকের উত্থান, বেড়েছে মূলধনও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ দশমিক ৬৯ পয়েন্ট। আগের কর্মদিবস রোববারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৭১৮ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৪ দশমিক ৮৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। তবে লেনদেন বেড়ে আজ ৪০০ কোটি টাকার ঘরে চলে এসেছে।

জানা গেছে, গত রোববার লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৪১ লাখ টাকা। আজ সোমবার লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৩৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৮ হাজার ৬১৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার মূলধন ছিল ছয় লাখ ৬৫ হাজার ৮৯৬ কোটি ৮১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে দুই হাজার ৭১৮ কোটি ৫৪ লাখ ৯১ হাজার টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৯টির ও কমেছে ১১৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৭টির।

এদিন ডিএসইএক্স ১৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৪৫ দশমিক ৮৪ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১২৬ দশমিক ১৪ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক এক দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৯ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ দশমিক ২৩ পয়েন্টে।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১২ কোটি ৯৩ লাখ টাকা, রূপালী ব্যাংকের ১০ কোটি ৭৫ লাখ টাকা, বিচ হ্যাচারির ৯ কোটি ৫১ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৯ কোটি ১৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের আট কোটি ৪২ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের আট কোটি ৩৪ লাখ টাকা, ইফাদ অটোসের সাত কোটি ৫২ লাখ টাকা, খান ব্রাদার্সের সাত কোটি ৩১ লাখ টাকা এবং হাক্কানী পাল্পের ছয় কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৫৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT