সারা বছর অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভায় এনবিআর ভবনে তিনি এ কথা বলেন।
নির্ধারিত সময়ের পরে যারা রিটার্ন দেবেন তাদের প্রতি মাসের বকেয়া করের উপর ২ শতাংশ সুদ দিতে হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
এদিকে, দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি শেষ হচ্ছে রিটার্ন দেওয়ার সময়। চলতি সপ্তাহের মধ্যে করদাতাদের রিটার্ন জমা দিতে হবে।
এর আগে, ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন জমা দেন।
জানা গেছে, জুলাই-আগস্টে আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে। প্রতিবছরই নির্দিষ্ট সময়ের পর রিটার্ন জমার সময় বাড়ানোর অভ্যাস থেকে বের হতে পারছে না এনবিআর। এবারও ব্যতিক্রম নয়।
এবার কিছু ক্ষেত্রে রিটার্ন জমার ধরন পাল্টে অনলাইনে জমা বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, প্রায় ১৫ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। অনলাইন ও অফলাইন—এ পর্যন্ত সব মিলিয়ে কত রিটার্ন জমা পড়েছে, সেই হিসাব এখনও চূড়ান্ত করেনি এনবিআর।
বিটি/ আরকে