1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

সিটি ব্যাংক ও ফুডপান্ডার মধ্যে চুক্তি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

সিটি ব্যাংকের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ফুডপান্ডা বাংলাদেশ। সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং ফুডপান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গুলশান-১-এ অবস্থিত সিটি ব্যাংক সেন্টারে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংক কার্ডসের হেড তৌহিদুল আলম, ফুডপান্ডার এন্টারপ্রাইজ হেড জহির রায়হান, ফুডপান্ডার হেড অব অ্যাডস অ্যান্ড পার্টনারশিপ আদনান ফারুকী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় ফুডপান্ডা প্লাটফর্মে পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে সিটি ব্যাংক সরাসরি যুক্ত হবে। ফলে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ব্যবহারকারীরা ফুডপান্ডায় আরো দ্রুত এবং সহজে পেমেন্ট করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, ‘সাধারণত গ্রাহকরা ফুড ডেলিভারি প্লাটফর্ম নিয়মিত ব্যবহার করে থাকেন; ফলে এ অংশীদারত্ব কার্ডভিত্তিক পেমেন্ট সুবিধা জনপ্রিয় করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।’ ফুডপান্ডা বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী বলেন, ‘সিটি ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা আমাদের পেমেন্ট অবকাঠামোকে আরো শক্তিশালী করছি।’

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT