দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের এবং ডিসেম্বর মাসের প্রথম কার্যদিবস রোববার (০১ ডিসেম্বর) সকল সূচকের পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৫ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮ টির, কমেছে ১৭৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭২ টি কোম্পানির বাজারদর।
বিটি/ আরকে