1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

সৌন্দর্য শিল্পে এআইর ছোঁয়া: যেভাবে বদলে যাচ্ছে রূপচর্চার জগৎ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

বাংলাদেশসহ বিশ্বজুড়ে সৌন্দর্য শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ক্রমশ বাড়ছে। এই প্রযুক্তি রূপচর্চার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত এবং কার্যকর করে তুলছে।

সৌদি আরব-ভিত্তিক সংস্থা গ্ল্যামেরার সিইও মোহাম্মদ হাসান আরব নিউজকে জানিয়েছেন, কীভাবে তাদের কোম্পানি গ্রাহকদের পছন্দ অনুযায়ী পরিষেবা সুপারিশ করতে এআই ব্যবহার করে। তিনি বলেন, “এই সিস্টেম ব্যবহারকারীর আচরণ এবং পছন্দ বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে পরিষেবার পরামর্শ দেয়।”

গ্ল্যামেরা ২০২০ সালে মিশরে প্রতিষ্ঠিত হয় এবং প্রথমে কায়রো ও আলেকজান্দ্রিয়াতে পরিষেবা দিত। পরে সংস্থাটি সৌদি আরবে স্থানান্তরিত হয় এবং বর্তমানে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তায়েফ, কাসিম এবং মদিনায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।

সৌন্দর্য শিল্পের কিছু কোম্পানি অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিও ব্যবহার করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন ব্যবহার করেই ভার্চুয়ালি বিভিন্ন সৌন্দর্য পণ্য যেমন – মেকআপ বা চুলের রঙ ‘ট্রাই’ করে দেখতে পারেন।

বিশ্বখ্যাত কোম্পানি ল’রিয়াল (L’Oreal) বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করছে। এর মধ্যে গ্রাহকদের রিভিউ বিশ্লেষণ করা এবং পণ্যের ফর্মুলা মূল্যায়ন করা অন্যতম। ল’রিয়াল সাউথ এশিয়া প্যাসিফিক, মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকার প্রেসিডেন্ট বিস্ময় শর্মা আরব নিউজকে এই তথ্য জানিয়েছেন।

সংস্থাটির ‘বিউটি জিনিয়াস’ নামক ফিচারটি জেনারেটিভ এআই দ্বারা চালিত, যা ব্যবহারকারীদের ত্বক ও চুলের বিশ্লেষণ, পণ্যের সুপারিশ এবং ব্যক্তিগত রূপচর্চার রুটিন প্রদান করে। এছাড়া, ল’রিয়াল ‘স্কিনকনসাল্টএআই’ তৈরি করেছে, যা ত্বকের বয়স বৃদ্ধির লক্ষণ পরিমাপ করে এবং সেই অনুযায়ী ব্যক্তিগত স্কিনকেয়ার রুটিনের পরামর্শ দেয়।

শর্মা জানান, ল’রিয়াল চুল এবং ত্বক সম্পর্কিত বিপুল পরিমাণ ডেটা সংগ্রহ করেছে – যার পরিমাণ ১১ মিলিয়ন গিগাবাইটেরও বেশি। এই বিশাল ডেটা তাদের এআই ইঞ্জিন, বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)-কে প্রশিক্ষিত করতে ব্যবহৃত হচ্ছে, যা নতুন ফর্মুলা তৈরিতে ও গবেষণায় সহায়তা করছে।

তবে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দিয়েছেন শর্মা। তিনি স্পষ্ট করেন যে, ল’রিয়াল তাদের পণ্যের ফলাফলের প্রচারে কম্পিউটার দ্বারা তৈরি ছবি ব্যবহার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমরা আমাদের মডেলগুলোতে কখনোই জেন-এআই ব্যবহার করি না, কারণ এটি একভাবে নকল ফলাফল দেখানোর সামিল। প্রযুক্তির ব্যবহার ঘিরে আমরা অত্যন্ত স্পষ্ট নৈতিক নিয়মাবলী তৈরি করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রযুক্তি যদি দায়িত্বশীল মানুষের হাতে থাকে এবং এটি দায়িত্বের সাথে ব্যবহার করা হয়, তবে তা গ্রাহকদের রূপচর্চার অভিজ্ঞতা এবং সংস্থার সামগ্রিক কার্যকারিতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।”

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT