1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ ফারুকের রিট

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং নতুন পরিচালক নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকির নেতৃত্বে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

ফারুক আহমেদের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

গত ২৯ মে বিসিবির পরিচালকের পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। এরপর ৩০ মে, সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলামকে নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ফারুক আহমেদ, যেখানে যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচজনকে বিবাদী করা হয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT