মানুষ ও প্রকৃতির মধ্যে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হারমনি পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার লন্ডনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস তাকে এই সম্মাননা প্রদান করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে প্যালেসেই ড. ইউনূসকে ‘শ্রোতা’ হিসেবে স্বাগত জানান রাজা। পরে তাদের মধ্যে ৩০ মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে কথা বলেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “রাজা চার্লস ড. ইউনূসের দীর্ঘদিনের ভক্ত। তিনি তার ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা এবং ‘তিন শূন্য’ মডেল সম্পর্কে জানেন। এমনকি তিনি ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছেন।”
তিনি আরও বলেন, “এই সফরে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।”
রাজা চার্লস ২০২৪ সালে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন উদযাপন করতে ‘হারমনি পুরস্কার’ চালু করেন। বিশেষ কাউকে শ্রোতা হিসেবে সাক্ষাতের সুযোগ দিয়ে রাজা তাঁর কাজের প্রতি সম্মান প্রদর্শন করেন।
বিটি/ আরকে
Tags: 'হারমনি পুরস্কার ২০২৫', ড. ইউনূস