চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে ২ জুন ( সোমবার) । এই বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। প্রতি অর্থবছরে জুন মাসের কোনো বৃহস্পতিবারে বাজেট ঘোষণা করা হলেও এবার ঈদুল আজহার ছুটির কারণে আগেভাগে বাজেট ঘোষণা করা হবে।
গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বছরের বাজেট ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগে ঘোষণা করা হবে, কারণ ঈদের ছুটি জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে। তাই ২ জুন বাজেট ঘোষণা হবে। বাজেট ঘোষণার পরদিন, অর্থ উপদেষ্টা রেওয়াজ অনুযায়ী বাজেট-উত্তর সংবাদ সম্মেলন করবেন।
জাতীয় সংসদের অনুপস্থিতিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করবেন। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট ঘোষণা করা হবে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগেই বলেছিলেন, আগামী বাজেটটি ছোট হতে পারে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও ছোট হবে। বড় কোনো নতুন প্রকল্প হাতে নেয়া হবে না, তবে চলমান বড় প্রকল্পগুলোর জন্য অর্থায়ন অব্যাহত থাকবে।
আসন্ন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক নিরাপত্তা খাতে বেশি বরাদ্দ দেয়া হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রায় ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ১৮ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা চলতি বছরের ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। এছাড়া, মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে এবং আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য রাখা হবে ৫ দশমিক ৫ শতাংশ।
বিটি/ আরকে