বেনুভিটা অ্যাস্ট্রো অবজারভেটরিতে ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনব্যাপী ‘জ্যোতির্বিজ্ঞানবিষয়ক কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান সংগঠনের ১৭ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কর্মশালাটি তাত্ত্বিক পাঠ ও প্রায়োগিক অনুশীলন-দুইটি ভাগে বিভক্ত ছিল। এতে অংশগ্রহণকারীরা টেলিস্কোপ ব্যবহার করে আকাশ পর্যবেক্ষণ, নক্ষত্র শনাক্তকরণ এবং তথ্য বিশ্লেষণসহ নানা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
কর্মশালার প্রথম সেশনে যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য আকাশ পরিচিতি ও পর্যবেক্ষণের কৌশল নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে ভারতের সত্যানাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের সিনিয়র অধ্যাপক তনুম্রী সাহা দাশগুপ্তা আকাশ পর্যবেক্ষণের ইতিহাস-গ্যালিলিও থেকে হাবল পর্যন্ত বিবর্তন নিয়ে বক্তৃতা দেন। তৃতীয় সেশনে বিজ্ঞানবিষয়ক লেখক ও বেনুভিটা অ্যাস্ট্রো অবজারভেটরির প্রতিষ্ঠাতা শাহজাহান মৃধা বেনু বাংলাদেশে মানমন্দির প্রতিষ্ঠার অভ্যুত্থান ও গল্প শোনান।

চতুর্থ সেশনে সাউথ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আশরাফ উদ্দিন মানমন্দিরের প্রকারভেদ ও কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। পঞ্চম ও ষষ্ঠ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন জ্যোতির্বিজ্ঞানের তাত্ত্বিক ধারণা ও এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে ক্লাস নেন। সপ্তম সেশনে সৈয়দ আশরাফ উদ্দিন আকাশ সার্চ, স্টার ক্যাটালগিং, অ্যাস্ট্রোফটোগ্রাফি ও অ্যাস্ট্রোনেভিগেশন বিষয়ে প্রশিক্ষণ দেন। শেষ সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের আধুনিক কৌশল নিয়ে পাঠদান করেন।

দুই দিনব্যাপী কর্মশালার পাঠ্যক্রমে টেলিস্কোপ সেটআপ ও ক্যালিব্রেশন, নক্ষত্র শনাক্তকরণ, ডাটা রেকর্ডিং ও বিশ্লেষণ, এবং গ্রহ-উপগ্রহ পর্যবেক্ষণের প্র্যাকটিক্যাল ক্লাস অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষকরা শ্রেণিকক্ষ ও খোলা আকাশের নিচে হাতে-কলমে শেখান, যাতে অংশগ্রহণকারীরা বাস্তব পর্যবেক্ষণ অভিজ্ঞতা লাভ করেন।

অংশগ্রহণকারীরা জানান, কর্মশালাটি তাদের জ্যোতির্বিজ্ঞান জ্ঞান ও গবেষণার আগ্রহ বৃদ্ধি করেছে। বিশেষ করে স্টার ক্যাটালগিং ও অ্যাস্ট্রোফটোগ্রাফি শেখায় তারা ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে আরো নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে আগ্রহী। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরো বড় পরিসরে তরুণ বিজ্ঞানী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুরূপ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Tags: জ্যোতির্বিজ্ঞান, ড. দীপেন ভট্টাচার্য, বেনুভিটা, বেনুভিটা অ্যাস্ট্রো অবজারভেটরি, মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা