1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে আজ সোমবার (১২ মে) সরাসরি বৈঠকে বসছে দুই দেশের সামরিক কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি সেনাবাহিনীর উদ্দেশে একটি ‘হটলাইন’ বার্তা পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার বেলা ১২টার দিকে দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জীব শ্রীবাস্তব ইকোনমিক টাইমসকে বলেন, “এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আলোচনায় বর্তমান যুদ্ধবিরতি চুক্তি কীভাবে টেকসই করা যায় এবং ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে কী পদক্ষেপ নেওয়া উচিত—তা নিয়েই আলোচনা হবে। দেখা যাক, এই বৈঠক থেকে কতটা অগ্রগতি হয়।”

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, এর আগে গত শনিবার বিকেলে দুই দেশ সীমান্তে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। এরপর রোববার হটলাইন যোগাযোগ এবং আজ সোমবার আবার উচ্চ পর্যায়ের আলোচনায় বসার সিদ্ধান্ত আসে।

সূত্র জানায়, শনিবারের ডিজিএমও পর্যায়ের আলোচনা মূলত যুদ্ধবিরতির ওপরই কেন্দ্রীভূত ছিল। সীমান্তে হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখার বিষয়ে একমত হয় দুই পক্ষ। তবে আজকের আলোচনায় সীমান্ত নিরাপত্তা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসতে পারে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT