1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
নতুন সংবাদ
আলোচনা চলমান থাকলেও আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য জরুরি নয়: গভর্নর মনসুর টিসিবি’র সম্মাননা স্মারক পেল রূপালী ব্যাংক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ অর্থনীতি গবেষণা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত শুল্কনীতিতে ট্রাম্পের মনোভাব পরিবর্তনে আবারো চাঙ্গা মার্কিন শেয়ারবাজার আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ পুঁজিবাজারের সাপ্তাহিক হালচাল প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট শনিবার বন্ধ মার্কিন পণ্যে চীনের শুল্কছাড়ের খবরে কমলো সোনার দাম এখন বিদেশে গিয়ে বাংলাদেশি সিম ব্যবহারের রোমিং চার্জ করা যাবে টাকায়

এইচএসবিসি-ব্র্যাক বিজনেস স্কুলের উদ্যোগে বিজনেস কেস কম্পিটিশন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

এইচএসবিসি বাংলাদেশ ও ব্র্যাক বিজনেস স্কুলের যৌথ আয়োজনে ‘বিজনেস কেইস কম্পিটিশন ২০২৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের তরুণ ব্যবসায়িক প্রতিভাদের সম্মান জানানো হয়েছে। ২১টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০০টি দলের মধ্যে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হয়েছে।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল অ্যাডামান্টাইন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ও ২ লাখ টাকার উন্নয়ন তহবিল লাভ করেছে। এছাড়াও দলটি আগামী জুনে হংকংয়ে অনুষ্ঠিত ‘এইচএসবিসি বা এইচকেইউ এশিয়া প্যাসিফিক বিজনেস কেস কম্পিটিশন’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এতে তারা ২০টিরও বেশি দেশের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির দল ব্রোক ব্যাংকার্স রানারআপ হয়ে ১ লাখ টাকা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আরেক দল পেন্সিল মাস্কেটিয়ার্স দ্বিতীয় রানারআপ হয়ে ৫০ হাজার টাকা পুরস্কার লাভ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন। এছাড়াও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. সৈয়দ ফারহাত আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিচারকের দায়িত্ব পালন করেন ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, মেঘনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান উজমা চৌধুরী ও ব্রিটিশ হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ পরিচালক ড্যান পাশা। তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও উপস্থাপনা দক্ষতার প্রশংসা করেন।

আনোয়ার হোসেন বলেন, আজকের তরুণদের অসাধারণ প্রতিভা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শিক্ষা জগৎ ও বাস্তব বিশ্বের মধ্যে যোগসূত্র স্থাপন করে।

ব্র্যাক বিজনেস স্কুলের ডিন মোহাম্মদ মুজিবুল হক বিজয়ী ও অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান। একই সঙ্গে এই অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান বলেন, আগামী প্রজন্মকে সঠিক দক্ষতা ও মানসিকতা দিয়ে ক্ষমতায়িত করা একটি টেকসই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

বিজয়ী দল অ্যাডামান্টাইনের সদস্যরা হলেন মাহাদি হাসান সাজিদ, সাদিয়া সুলতানা ইরা, রুবাইয়াত তাবাসসুম ইসলাম ও আরমানা তারান্নুম খান। রানারআপ দল ব্রোক ব্যাংকার্সের সদস্যরা হলেন ফাহিম, আফিয়া মোশরেফা, শাফিক ও জারিন তাসনিম চৌধুরী। দ্বিতীয় রানারআপ দল পেন্সিল মাস্কেটিয়ার্সের সদস্যরা হলেন তৌসিফ আনসারি নিলয়, অঙ্কুর হোসেন, ফুয়াদ রহমান চৌধুরী ও মাহজাবিন লেতে। —বিজ্ঞপ্তি

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT