এইচএসবিসি বাংলাদেশ ও ব্র্যাক বিজনেস স্কুলের যৌথ আয়োজনে ‘বিজনেস কেইস কম্পিটিশন ২০২৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের তরুণ ব্যবসায়িক প্রতিভাদের সম্মান জানানো হয়েছে। ২১টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০০টি দলের মধ্যে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হয়েছে।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল অ্যাডামান্টাইন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ও ২ লাখ টাকার উন্নয়ন তহবিল লাভ করেছে। এছাড়াও দলটি আগামী জুনে হংকংয়ে অনুষ্ঠিত ‘এইচএসবিসি বা এইচকেইউ এশিয়া প্যাসিফিক বিজনেস কেস কম্পিটিশন’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এতে তারা ২০টিরও বেশি দেশের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির দল ব্রোক ব্যাংকার্স রানারআপ হয়ে ১ লাখ টাকা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আরেক দল পেন্সিল মাস্কেটিয়ার্স দ্বিতীয় রানারআপ হয়ে ৫০ হাজার টাকা পুরস্কার লাভ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন। এছাড়াও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. সৈয়দ ফারহাত আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিচারকের দায়িত্ব পালন করেন ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, মেঘনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান উজমা চৌধুরী ও ব্রিটিশ হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ পরিচালক ড্যান পাশা। তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও উপস্থাপনা দক্ষতার প্রশংসা করেন।
আনোয়ার হোসেন বলেন, আজকের তরুণদের অসাধারণ প্রতিভা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শিক্ষা জগৎ ও বাস্তব বিশ্বের মধ্যে যোগসূত্র স্থাপন করে।
ব্র্যাক বিজনেস স্কুলের ডিন মোহাম্মদ মুজিবুল হক বিজয়ী ও অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান। একই সঙ্গে এই অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান বলেন, আগামী প্রজন্মকে সঠিক দক্ষতা ও মানসিকতা দিয়ে ক্ষমতায়িত করা একটি টেকসই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
বিজয়ী দল অ্যাডামান্টাইনের সদস্যরা হলেন মাহাদি হাসান সাজিদ, সাদিয়া সুলতানা ইরা, রুবাইয়াত তাবাসসুম ইসলাম ও আরমানা তারান্নুম খান। রানারআপ দল ব্রোক ব্যাংকার্সের সদস্যরা হলেন ফাহিম, আফিয়া মোশরেফা, শাফিক ও জারিন তাসনিম চৌধুরী। দ্বিতীয় রানারআপ দল পেন্সিল মাস্কেটিয়ার্সের সদস্যরা হলেন তৌসিফ আনসারি নিলয়, অঙ্কুর হোসেন, ফুয়াদ রহমান চৌধুরী ও মাহজাবিন লেতে। —বিজ্ঞপ্তি
বিটি/ আরকে