কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে ১৫ই ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ১৬ই মার্চ পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১২ই এপ্রিল। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২শ টাকা। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে https://acas.edu.bd পাওয়া যাবে।
মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা ১২ই এপ্রিল বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১% এবং উপজাতি/পার্বত্য অঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১%— এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এরআগে গত ১৬ই জানুয়ারি বাকৃবির ভিসির কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে ভর্তি পরীক্ষার দিনক্ষণের বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
বিটি/ আরকে