1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্রেটা থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েল

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী ‘ম্যাডলিন’ জাহাজ আটক করেছে ইসরায়েল। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ জাহাজে থাকা অন্যান্য অধিকারকর্মীদেরও আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, আজ সোমবার (৯জুন) গাজায় ত্রাণ পাঠানোর পথে ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটিতে অভিযান চালিয়ে সেটি দখলে নেয়। মানবিক সহায়তা পৌঁছাতে চাওয়া জাহাজটি আটকের মাধ্যমে গাজায় চলমান সংকট আরও ঘনীভূত হলো বলে জানিয়েছে সংগঠনটি।

গাজায় ইসরায়েলের ১১ সপ্তাহের পূর্ণ অবরোধ এবং ৬০০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে ২১ লাখেরও বেশি মানুষের এই উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অধিকারকর্মীরা ‘ম্যাডলিন’ জাহাজে করে গাজায় ত্রাণ পৌঁছে দিতে চেষ্টা করছিলেন।

তবে, ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বারবার বলা হয়েছে, ‘ম্যাডলিন’ জাহাজটিকে গাজা উপকূলে পৌঁছাতে দেবে না ইসরায়েলি সেনাবাহিনী। জাহাজটি বাধা অমান্য করলে তা জব্দ এবং আরোহীদের আটক করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

সোমবার ভোরে এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাহাজটি নিরাপদে ইসরায়েল উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আরোহীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।’

পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ‘ম্যাডলিন’ জাহাজের আরোহীরা কমলা রঙের লাইফ জ্যাকেট পরে পাশাপাশি বসে আছেন এবং এক ইসরায়েলি সেনা সদস্য তাদের পানি ও স্যান্ডউইচ দিচ্ছেন। সামনে বসা অবস্থায় গ্রেটা থুনবার্গকেও দেখা যায়।

এর আগে টেলিগ্রামে দেয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানায়, আন্তর্জাতিক জলসীমায় ‘ম্যাডলিন’ জাহাজটি ‘আক্রমণের মুখে’ পড়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, দেশটির নৌবাহিনীর এক সদস্য রেডিওতে জানাচ্ছেন—’গাজার উপকূলের সামুদ্রিক অঞ্চল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানায়, ‘জাহাজের চারপাশে কোয়াডকপ্টার ড্রোন উড়ছে এবং সেগুলো থেকে সাদা রঙের মতো একধরনের পদার্থ ছিটানো হচ্ছে। জাহাজের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, আর রেডিওতে অস্বাভাবিক ও বিরক্তিকর শব্দ বাজানো হচ্ছে।’

জাহাজ থেকে সরাসরি সম্প্রচার করা এক ভিডিওতে মানবাধিকারকর্মী ইয়াসমিন আকার জাহাজের দিকে ছিটানো সাদা পদার্থ দেখিয়ে বলেন, এটি ওপর থেকে ফেলা হয়েছে। কিছুক্ষণ পর তাকে বলতে শোনা যায়, এই পদার্থে তার চোখে সমস্যা হচ্ছে।

এফএফসি টেলিগ্রামে আরেকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—জাহাজের ভেতরে মানবাধিকারকর্মীরা হাত তুলে বসে আছেন।

জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) আন্তর্জাতিক সাহায্যের জন্য গ্রেটা থুনবার্গসহ জাহাজের আরোহীদের পূর্বে রেকর্ড করা ভিডিও বার্তা প্রকাশ শুরু করে।

থুনবার্গ তার ভিডিওতে বলেন, ‘আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন আমরা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী অথবা ইসরায়েল সমর্থনকারী বাহিনী দ্বারা আটক ও অপহরণ করা হয়েছি।

তিনি বলেন, ‘আমি আমার সকল বন্ধু, পরিবার ও সহকর্মীদের অনুরোধ করছি, যেন তারা সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে আমাকে এবং অন্যদের দ্রুত মুক্তি দেয়।’

উল্লেখ্য, আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ‘ম্যাডলিন’ গত ১ জুন ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া বন্দর থেকে গাজার ক্ষুধার্ত জনগণের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যশিকারির নামানুসারে জাহাজটির নাম ‘ম্যাডলিন’ রাখা হয়েছে।

জাহাজটি মাল্টার উপকূলে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত আরেকটি ত্রাণবাহী জাহাজ ‘কনসায়েন্স’-এ বোমা হামলার মাত্র এক মাসের মাথায় রওনা দেয় ।

গত ২ মার্চ থেকে গাজায় পুরোপুরি ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে সেই অঞ্চলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।

জাহাজটিতে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী। গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং গাজাবাসীদের নিকট ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তারা এই অভিযানে অংশ নিয়েছেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজটিতে গাজাবাসীদের জন্য জরুরি ত্রাণসামগ্রী রয়েছে। এর মধ্যে আছে—চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ এবং শিশুদের কৃত্রিম অঙ্গ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT