দাতব্য কাজ পরিচালনার জন্য মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এ সময় প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী ও মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী রিয়াজ রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংক ‘সাদাকাহ জারিয়াহ’ নামে একটি বিশেষ হিসাবের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে। এরপর ইসলামী শরীয়াহ অনুসারে মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করা হবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্দিষ্ট সময় ও নীতিমালা অনুযায়ী মাস্তুল ফাউন্ডেশনকে দেয়া হবে। ফাউন্ডেশন এ তহবিল শুধুমাত্র দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করবে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার, মাস্তুল ফাউন্ডেশনের প্রশাসনিক প্রধান রাকিবুল হাসান রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিটি/ আরকে