বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান।
বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
মারুফ বলেন, বাংলাদেশ ওষুধ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী।
বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা, বাণিজ্য ও সার্বিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বিটি/ আরকে