1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

বিকাশের মাধ্যমে রেমিট্যান্স বেড়েছে ৬৫%

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

দেশে থাকা প্রিয়জনকে ৪০ লাখেরও বেশি বিকাশ অ্যাকাউন্টে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে পারার এ সুবিধা রেমিট্যান্স প্রবাহের গতি বাড়িয়েছে। ২০২৩-এর তুলনায় ২০২৪ সালের বিকাশের মাধ্যমে ৬৫ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে। গতকাল বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রবাসীদের আরও সহজে ও নিরাপদে রেমিট্যান্স পাঠানোর জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে দেশের ২৫টি বাণিজ্যিক ব্যাংকে নিষ্পত্তি হয়ে নিমেষেই রেমিট্যান্স পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।

বিকাশে রেমিট্যান্স পাঠানো বা গ্রহণ করা যায় যে কোনো সময় যে কোনো জায়গায়। এ ক্ষেত্রে বারবার ব্যাংকে যাওয়ার প্রয়োজনও নেই। এ ছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিট্যান্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদানসহ অসংখ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন প্রবাসীর স্বজন।

সহজ, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিট্যান্স পাঠানোর সুবিধার পাশাপাশি বিকাশে এখন রেমিট্যান্সের টাকা ক্যাশ আউট করার খরচও কমেছে। দেশজুড়ে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজন। এ ছাড়া বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রায়ই বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার নিয়ে আসছে বিকাশ।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT