কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে। পাকিস্তানের জিও নিউজ ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার বরাতে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী দেশটিতে হামলায় আমেরিকার ব্যবহৃত বোমাগুলোর সমান সংখ্যক বোমা ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে।
এর আগে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র অভিযান শুরু হয়েছে। কাতারের পাশাপাশি ইরাকে হামলার কথা বলা হলেও আইআরজিসি ইরাকে হামলার বিষয়ে কিছু বলেনি।
বিপ্লবী বাহিনী এই হামলাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে বল প্রয়োগ করা হবে। তারা বলছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন “দুর্বলতার” স্থান। ইরান নিজ দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনও আগ্রাসনের প্রতিক্রিয়ায় কখনো উত্তরহীন থাকবে না।
আইআরজিসি জানিয়েছে যে এই অভিযানটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে সমন্বিত করেই করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার ওপর দিয়ে অগ্নিশিখা উড়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চল থেকে বিকট বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। তবে, এগুলো ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে সৃষ্ট বিস্ফোরণ কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যম।
প্রতিক্রিয়া জানাল কাতার
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে বলা দাবি করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং আক্রমণ সফলভাবে মোকাবিলা করা হয়েছে।
একই বিবৃততে দেশটির রাজধানী দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার।
আল-আনসারি বলেন, ‘আমরা কাতার রাষ্ট্র হিসেবে আমাদের সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখি এবং আন্তর্জাতিক আইনের আওতায় এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেয়ার অধিকার রাখি।’
এদিকে হামলার পর ইরান বলেছে, এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলছে, এই হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার বা তার সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না। ইসলামি প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিটি/আরকে
Tags: ইরানে হামলা, ইসরায়েল-ইরান যুদ্ধ, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা