বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে মূল্য নির্ধারণের লক্ষ্যে গৃহীত প্রাইসিং ফর্মুলার আওতায় ২০২৫ সালের মার্চ মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
শনিবার (১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক আদেশে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, বিদ্যমান মূল্যকাঠামো অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে আগের মাসের তুলনায় কোনো পরিবর্তন আসেনি।
সরকারের এই সিদ্ধান্ত জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত মূল্য চাপ কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিটি/ আরকে