1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা বাড়লো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে গ্রাহকেরা আগের চেয়ে বেশি দৈনিক ও মাস ভিত্তিতে বেশি টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সাকু‌র্লার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এ সেবার গ্রাহকরা এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৫০ হাজার টাকা ও মাসে ৩ লাখ টাকা জমা করতে পারবেন। আগে যা ছিল ৩০ হাজার টাকা ও দুই লাখ টাকা। একইভাবে এমএফএসের গ্রাহকেরা একে অপরকে দৈনিক ৩০ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

আগে ব্যক্তি হিসাবে দৈনিক ২৫ হাজার টাকা ও দেড় লাখ টাকা উত্তোলন করতে পারতেন।

পাশাপাশি একজন ব্যক্তি হিসাবধারী আরেকজন হিসাবধারীকে দিনে ২৫ হাজার টাকা পাঠাতে পারতেন, তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। প্রতি মাসে একজন হিসাবধারী তিন লাখ টাকা অন্য হিসাবধারীকে পাঠাতে পারবেন, আগে যা ছিল দুই লাখ টাকা। এক হিসাবে আগে তিন লাখ টাকা পর্যন্ত জমা রাখা যেত, তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।

তবে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ বিবেচনায় লেনদেনের ক্ষেত্রে সীমার কম নির্ধারণ করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT