প্রতিবছরের মতো এবারও ডিসেম্বরভিত্তিক আর্থিক প্রতিবেদন (ব্যালেন্স শিট) ভালো দেখাতে তিন ব্যাংকে ১২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক। এই ধারের বিপরীতে ব্যাংকগুলোকে ১১ শতাংশ হারে সুদ গুণতে হবে। গত বছর ৭টি ব্যাংকে প্রায় ২২ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক। সবচেয়ে বেশি ৬ হাজার কোটি টাকা পেয়েছে ন্যাশনাল ব্যাংক। এরপর ইসলামী ব্যাংক সাড়ে ৫ হাজার কোটি এবং এবি ব্যাংক এক হাজার কোটি টাকার বিশেষ ধার পায়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন প্রস্তুত হয় ৩১ ডিসেম্বর ভিত্তিক তথ্যের ভিত্তিতে। আর্থিক প্রতিবেদনে যেন বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করতে না পারা এবং কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রক্ষিত চলতি হিসাবে ঘাটতি দেখাতে না হয়, সেজন্য বিশেষ ধার দেয়া হয়েছে। সাধারণত কোনো ব্যাংক নগদ টাকার সংকটে পড়লে আগে বিনিয়োগ করা ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে ধার নেয়। তবে তিনটি ব্যাংকের পর্যাপ্ত সিকিউরিটি না থাকায় বিশেষ ‘প্রমিসারি ডিমান্ড নোট’-এর বিপরীতে তিন দিন মেয়াদে ধার দেয়া হয়েছে। ব্যাংক হলিডের কারণে গতকাল শেষ কর্মদিবসে লেনদেন বন্ধ থাকে, যে কারণে গত ৩০ ডিসেম্বর ওই ধার দেয়া হয়।
বিটি/ আরকে