1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

কয়েকদিনের প্রচেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

কয়েকদিনের প্রচেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন। সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা এলাকায় লেগেছিল ওই আগুন।

প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টার পর আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এসেছে বলে জানিয়েছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস।

পানিসংকটের কারণে আগুন নেভাতে শুরু থেকেই বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস ও বন বিভাগকে। ভাটার কারণে আজ সকালেও শুকনা ছিল মরা ভোলা নদী। তবে গতকাল সোমবার রাতে জোয়ারের সময় ওই এলাকায় পানি ছিটানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘রাতে জোয়ার আসার সঙ্গে সঙ্গে আমরা পানি ছিটানো শুরু করি। রাত সাড়ে তিনটা পর্যন্ত পানি ছিটিয়েছি। রাতে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, বনের কোথাও আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। এখন বনের ভেতরে সর্বশেষ পর্যবেক্ষণ চলছে। বন বিভাগের লোকজনও পর্যবেক্ষণ শুরু করেছে। যদি আগুনের অস্তিত্ব না পাওয়া যায়, তাহলে আগুন নির্বাপণ হয়েছে বলে ঘোষণা দেওয়া হবে।’

ফায়ার সার্ভিস ও বন বিভাগ সরাসরি এবং ড্রোন ক্যামেরা দিয়ে তল্লাশি করে আগুনের পরিস্থিতি দেখে আগুনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে বলেও জানায়। ক্ষয়ক্ষতির বিষয়েও জানা যাবে।

এর আগে শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। রোববার সকালে সেই আগুন নেভানো হয়। সুপ্ত আগুন ও ধোঁয়ার কুণ্ডলী খুঁজতে বন বিভাগ ড্রোন ব্যবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলায় আগুনের অস্তিত্ব দেখতে পায় বন বিভাগ। তাৎক্ষণিকভাবে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, ভিটিআরটি, সিপিজি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, এ জন্য ফায়ার লাইন তৈরি করা হয়। আগুনের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভোলা নদীতে পাম্প বসিয়ে এদিন রাতেই পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT